হ্যালো মিস তুমি যেহেতু সিঙ্গেল আছো ঠিক সেরকম আমিও সিঙ্গেল আছি আমার বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছে। কিন্তু একটা কথা সত্যি করে বলছি যে তোমার মতন এরকম সুন্দর হাসিখুশি মিষ্টি মেয়ে আমি একটিও দেখিনি আমার জানামতে। আমি এই বড় মজলিসে কসম করে বলছি তুমি যদি সত্যিকারের সিঙ্গেল হয়ে থাকো তাহলে এইসব খারাপ কাজ ছেড়ে আমাকে বিয়ে করে একটি সুন্দর সংসার করে থাকার জন্য অনুরোধ রইল। তুমি কিছু ভাবার আগে আমি একটা কথা এই বড়া মজলিসে আল্লাহর কাছে কসম করে বলতেছি আমি কখনো তোমাকে কষ্ট দিব না এবং কি তোমার অতীত কখনো কাছে টানবো না। আমার মৃত মায়ের কসম কেটে বলছি আমি তোমাকে কখনো কোন কারনে কোন কষ্ট দেবো না সারা জীবন তোমাকে সুখী করে রাখবো তোমার কাছে আমার শুধু এই একটাই আবদার তুমি আমার বাবাকে তোমার নিজের বাবার মতন সেবা যত্ন করবে তোমার কাছে শুধু আমারি একটাই আবদার। এখন শুধু তোমার মতামত জানার অপেক্ষা আশা করি তুমি তোমার মতামতটি জানাবে ভালোবাসা রইল তোমার প্রতি ❤️❤️❤️❤️❤️❤️